
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিমান্তবাজার ব্যবসায়িক এলাকায় অগ্ৰণী দুয়ার এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় অগ্ৰণী দুয়ার ব্যাংকিংয়ের এজেন্ট মেসার্স টি,এম আলামিন ট্টেডার্স সিমান্তবাজার শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অগ্ৰণী ব্যাংক, সহকারী মহাব্যবস্থাপক এস,এস রোড সিরাজগঞ্জের শাখা প্রধান এস,এম কামরুজ্জামান।
অগ্ৰণী ব্যাংকের সেবা জন সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতেই অগ্ৰণী দুয়ার এজেন্ট ব্যাংকিং শাখা চালু করা হয়েছে বলে জানান, অতিথি অগ্ৰণী ব্যাংক পরিচালনা পরিষদের পরিচালক ডঃ মোহাম্মদ ফরজ আলী।
ব্যাংকের হিসাব নিকাশ সচ্ছতা ও জবাবদিহিতা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয় বিধায় কোন প্রকার ঝামেলা নেই উল্লেখ করে সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপ ব্যবস্থাপনা পরিচালক (দুয়ার সার্ভিসেস লিঃ ঢাকা) কামরুজ্জামান, মহাব্যবস্থাপক (অগ্ৰণী ব্যাংক লিঃ রাজশাহী সার্কেল) শামীম উদ্দিন আহমেদ, উপ মহাব্যবস্থাপক (আইটি) (অগ্ৰণী ব্যাংক লিঃ প্রধান কার্যালয় ঢাকা) আফজাল হোসেন,উপ মহাব্যবস্থাপক (সিরাজগঞ্জ অঞ্চল প্রধান) জালাল উদ্দিন, এ্যসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (দুয়ার সার্ভিসেস লিঃ ঢাকা) জিয়াউল হক। মেসার্স টি,এম আলামিন ট্টেডার্সের স্বত্বাধিকারী পারভেজ আহমেদ তালুকদার । বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। শিক্ষক প্রতিনিধি কেসিআর জমিলা মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন বিডিইএক্স অগ্ৰণী দুয়ার সার্ভিসেস লিঃ এর মুক্তাদির হোসেন।