
দেশের কয়েকটি জেলায় বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। এ বিষয়ে নিশ্চিত করেছে দেশের মোবাইল অপারেটররা।
ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে নিজেদের বিবৃতি দিয়েছে দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক গ্রামীণফোন।
গ্রামীণ ফোন বলছে,“অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। তারপর চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুরে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট সেবা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।