ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউবের যেসব কনটেন্টে নিষিদ্ধ হচ্ছে বিজ্ঞাপন

Arifuzman Arif
অক্টোবর ১৫, ২০২১ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অস্বীকার করে যারা এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে কনটেন্ট বানান, তাদের সেসব কনটেন্টে বিজ্ঞাপন নিষিদ্ধ করতে যাচ্ছে গুগল।

এ ধরনের কনটেন্ট নির্মাতারা যেন আর্থিকভাবে লাভবান হতে না পারেন তা নিশ্চিত করবে গুগল। আর এটি করতে অ্যালগরিদম ও ব্যবহারকারীদের রিভিউ’র সাহায্য নেবে প্রতিষ্ঠানটি।

গুগল বলছে, তারা এমন ব্যবস্থা করবে যেন অভিযুক্ত কনটেন্টগুলো ব্যবহারকারীদের হোম পেজে দেখা না যায়। ইতোমধ্যে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন গুগলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোও গুগলকে অনুসরণ করা উচিত।

জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার আভাজের পক্ষে ফাদি কুরান বলেন, জলবায়ু পরিবর্তনকে অগ্রাহ্য করে যে অর্থনৈতিক প্রবাহ চলছে, তার বিপরীতে গুগলের এটি একটি ভালো পদক্ষেপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোসহ অন্যান্য টেক কোম্পানিগুলো গুগলকে অনুসরণ করতে পারে।

এছাড়া গ্রিনপিসের সিলভিয়া পাস্তোরেলি বলেন, অনলাইনে এখন পর্যন্ত জলবায়ু বিষয়ে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে, তাতে গুগলের এ পদক্ষেপকে স্বাগত জানাতেই হয়।

তবে এটাই যথেষ্ট নয়। করোনা নিয়ে ভুল তথ্যপ্রবাহের বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে, একইভাবে জলবায়ু বিষয়েও পদক্ষেপ নেওয়ার দাবি জানান জলবায়ু বিষয়ক অ্যাক্টিভিস্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।