ঢাকাবৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

দশমীর দিন বিষ পান করবেন আমিন খান ও অর্ষা!

Arifuzman Arif
অক্টোবর ১৪, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

দুর্গোৎসবের দশমীর দিনে বিষ পান করবেন চিত্রনায়ক আমিন খান ও টিভি অভিনেত্রী নাজিয়া হক অর্ষা!

প্রেমের কারণেই এমন ঘটনা ঘটাবেন তারা। একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন। কিন্তু তাদের মিলনে বাঁধা দুই পরিবার। অর্ষাকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেয়ার জন্য বিয়ের আয়োজন করে অর্ষার বাবা।

এ খবর পেয়ে বর সেজে অর্ষার বাড়ির সামনে হাজির হন আমিন খান। আশ্রয় নেন বাড়ির সামনে গাছতলায়। অর্ষাকে বিয়ে না করে তিনি ফিরবেনই না। সব চেষ্টা যখন ব্যর্থ তখন দুজনই আলাদা আলাদাভাবে বিষ পান করেন। কান্নার রোল পড়ে অর্ষার বাড়ির ভেতরে এবং বাইরে।

ঘটনাটি আসলে সত্যি নয়, এটি একটি নাটকের গল্প। নাটকের নাম ‘আমি বিবাহের পাত্র’। রচনা ফেরারী ফরহাদ, পরিচালনা ফরিদুল হাসান।

আমিন খান-অর্ষা ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন হুমাইরা হিমু, জামিল হোসেন, বাবুল আহমেদ, শেলী আহসান প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর দশমীর দিন রাত সাড়ে ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।