ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে এক হাজারেরও বেশি ইউপিতে ভোট আয়োজন করা হবে।
আজ ৮৭তম কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠক শেষে তৃতীয় ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করবেন।
ইসির কমিশন বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন: অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।
এর আগে, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার দিন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।