ঢাকাবৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ঘটনায় নেপথ্যের কুশীলবদের ছাড় দেয়া হবে না–স্বরাষ্ট্রমন্ত্রী

Arifuzman Arif
অক্টোবর ১৪, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার নেপথ্যে দেশ-বিদেশে থাকা কুশীলবদেরও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পূজা মণ্ডপে বিশৃঙ্খলাকারীদের খুব দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যারা এই ধরণের ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার পরিকল্পনা করছেন তাদেরকেও খুঁজে বের করা হবে।

কোনো ধরনের উস্কানিতে কেউ পা দিবেন না। কুমিল্লায় ঘটনায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, আমি কিছুক্ষণ আগেই লক্ষ করলাম, ফেসবুকে কে বা কারা একটি তথ্য ছড়াচ্ছে। যেখানে বলা আছে, পুলিশের আইজিপি নাকি পূজা বন্ধের নির্দেশনা দিয়েছেন।

আমি নিশ্চিত করতে চাই আমাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। আপনারা এসব ভ্রান্ত ধারণা ছড়াবেন না। গুজবে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।