আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে বলে যারা দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা সাম্প্রদায়িক বৈরিতা তৈরি করতে চায়। শেখ হাসিনার সরকার এই অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সতর্ক অবস্থানে থাকবেন।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে এই অশুভ অপশক্তি কুমিল্লার ঘটনাসহ আরো দশ-বারোটি মন্দিরে হামলা চালিয়েছে। আমরা যেকোন মূল্যেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব এবং ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব।