ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় পৌর যুবলীগের কমিটি বিলুপ্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Arifuzman Arif
অক্টোবর ১২, ২০২১ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিল্লাল হুসাইন ।।যশোরের ঝিকরগাছা পৌর যুবলীগের আহব্বায়ক কমিটি বিলুপ্তের প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে (১১ অক্টোবর) ১১ টার এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবলীগের আহব্বায়ক কমিটি আহবায়ক একরামুল হক খোকন।

তিনি তার বক্তব্যে বলেন, উপজেলা যুবলীগের দুই যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেন এর ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে ব্যর্থ হয়ে, বিগত ৬ ই সেপ্টেম্বর কোন আলোচনা বা বর্ধিত সভা না করেই সংগঠন পরিপন্থী ভাবে ঝিকরগাছা পৌর যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। যার করণে সমগ্র ঝিকরগাছার মানুষের কাছে সমালোচিত হয়েছে ঝিকরগাছা উপজেলা পৌর যুবলীগের আহবায়ক কমিটি। আমরা পৌর যুবলীগ এ অসাংগঠনিক পন্থায় কমিটির বিলুপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়াও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী গত ৭ই অক্টোবর যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার স্বাক্ষরিত একটি চিঠিতে পৌর কমিটি পুরনায় বহাল করা হয়েছে।

পাশাপাশি আর একটি চিঠিতে নিয়ম বহির্ভূতভাবে কমিটি বিলুপ্ত করায় উপজেলা যুবলীগের দুইজন যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেনকে পৌর কমিটি বিলুপ্তকরণে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়ে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

উক্ত তারিখের মধ্যে সন্তোষজনক জবাব না দিতে পারলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে চিঠিতে জানিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, সদস্য ফজলে হাসান বাদশা, ফিরোজ জামান তুলি, তৌহিদুর রহমান, শাহিনুর রহমান শাহিন, ফারুক সরদার, আলমগীর হোসেন বাবু, ফারুক হোসেন, আরমান হোসেন, মিলন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।