
বেত্রাবতী ডেস্ক।।কেক কাটা ও আলোচনার সভার মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বেত্রাবতী নিউজ ২৪ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (১২ই নভেম্বর) সন্ধায় বাগআঁচড়া প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
বেত্রাবতী নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
বাগআঁচড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান নয়নের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিডিনিউজের বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবু সাঈদ, দৈনিক স্পন্দনের কলারোয়া প্রতিনিধি আতাউর রহমান,দৈনিক নওয়াপাড়ার বাগআঁচড়া প্রতিনিধি জয়নাল আবেদীন, গ্রামের কন্ঠের নাজিম উদ্দিন জনি, বিবিএসের সম্পাদক ও প্রকাশক সেলিম আহম্মেদ,সাংবাদিক মিলন হোসেন,শাহারিয়ার কবির,বিল্লাল হোসেন,এসএম আব্দুল্লাহ,ছাত্রলীগ নেতা শাহরিয়ার তানজীম স্বপ্ন প্রমুখ।