সোমবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়ার মাঠ থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানান, গোপন খবর আসে, সীমান্তে থেকে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে এসে পাচারকারীরা বাগআঁচড়া ঘোষপাড়ায় মাঠে অবস্হান করছে এমন খবরে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দিক-নির্দেশনায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে বাগআঁচড়া ঘোষপাড়া জনৈক আমির আলীর আম বাগানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে দুইটি ভাগে রক্ষিত ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আসামি পুলিশের উপস্থিতি আগে থেকে টের পেয়ে উক্ত স্থানে ফেনসিডিল রেখে পালিয়ে যায়।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভুইয়া ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।