তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের পদত্যাগের দাবিতে রোববার বিক্ষোভ করেন পাঁচ হাজারের বেশি মানুষ। রাজধানীর মূল চত্ত্বর ‘বুরগুইবা অ্যাভিনিউ’তে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংবিধান সংস্কারের অজুহাতে সব ক্ষমতা দখল করতে চাইছেন প্রেসিডেন্ট। দীর্ঘমেয়াদে তিউনিসিয়ার মসনদে থাকার বিষয়টিও পাকাপোক্ত করছেন সাঈদ।
সম্প্রতি আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নিজ পছন্দে নিয়োগ দেন তিনি। তার গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে তিউনিসিয়ার পরবর্তী নির্বাচন।
চলতি বছরের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে বরখাস্তের পাশাপাশি পার্লামেন্ট বিলোপ এবং সরকার ভেঙ্গে দেন প্রেসিডেন্ট। যার ফলে উত্তাল হয়ে ওঠে তিউনিসিয়া।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2025 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.