ঢাকাসোমবার , ১১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কেনো অধিনায়কত্ব ছাড়ছেন, কারণ ব্যাখ্যা করলেন বিরাট কোহলি

Arifuzman Arif
অক্টোবর ১১, ২০২১ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

হইহই পড়ে গিয়েছিলো তার পরপর দুটি সিদ্ধান্তে। প্রশ্ন উঠেছিলো, কেনো বিশ্বকাপের পর তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন, কেনই বা এ বারের আইপিএলের পর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও ছেড়ে দেবেন? বিরাট কোহলি তার কারণ ব্যাখ্যা করলেন। জানিয়ে দিলেন, তিনি কোনো দলের সঙ্গেই তঞ্চকতা করতে চাননি।

সম্প্রচারকারী সংস্থা ‘স্টার স্পোর্টস’ কে দেয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছেন, প্রথমত কাজের চাপ একটা বিষয়। তাছাড়া আমার ওপর যে দায়িত্ব, তার সঙ্গে অসততা করতে চাইনি। আমি যদি কোনো কিছুতে ১২০ শতাংশ দিতে না পারি, তা হলে সেটা আঁকড়ে পড়ে থাকার মানুষ আমি নই। জোর করে কোনো কিছু করার লোক আমি নই। এই ব্যাপারে বরাবরই আমি নিজের কাছে পরিষ্কার।

২০১৩ সালে ড্যানিয়েল ভেট্টরির বদলে বিরাট কোহলি আইপিএলে বেঙ্গালুরুর দায়িত্ব নেন।

সোমবার তার আরসিবি এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে হেরে গেলে আরসিবির অধিনায়ক হিসেবে এটিই বিরাট কোহলির শেষ আইপিএল ম্যাচ হতে চলেছে। তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন, অধিনায়ক না থাকলেও শেষ পর্যন্ত তিনি বেঙ্গালুরুর হয়েই খেলবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।