ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সেমিফাইনাল খেলবে’

Arifuzman Arif
অক্টোবর ১০, ২০২১ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় টাইগারদের ‘ডার্কহর্স’ মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। মানে কখন কি করে ফেলে, আগাম বলে দেওয়া যাচ্ছে না।

আসলেই কি বিশ্বকাপে বাংলাদেশ দল চমক দেখাতে পারবে? জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন একটু বেশিই আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, বাংলাদেশ সেমিফাইনালে খেলবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপে সুজন বলেন, ‘আমার প্রত্যাশা সবসময়ই ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। আমি বলেছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আমি বিশ্বাস করি।’

কীভাবে খেলবে সেই ব্যাখ্যাও দিয়েছেন সুজন। তার কথা, ‘আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড ভারত শ্রীলঙ্কা পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব, এই সংস্করণটা এমন একটা সংস্করণ যে কেউ এখানে যে কাউকে হারাতে পারেন।’

গত বিশ্বকাপে ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। সেই উদাহরণ টেনে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা কিন্তু এর আগেও ভারতের সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা এক ভুল করব না। আমার দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মোস্তাফিজ আছে। যারা সিনিয়র প্লেয়ার আছে, যদি জ্বলে ওঠে। আমি বলব লিটন এখন অনেক অভিজ্ঞ, নাইম শেখ আছে। তারা যদি টপঅর্ডারে জ্বলে ওঠে, আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।