
দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে কাল। ঢাকের বাজনা, আরতি আর উলুধ্বনিতে মুুখর হয়ে উঠবে দেশের পূজা মণ্ডপগুলো। প্রতিমা নির্মাণ আর মণ্ডপসজ্জার কাজ শেষ বললেই চলে। এখন অপেক্ষা উৎসব উদযাপনের।
দেবীর বোধনের মধ্যে দিয়ে সোমবার (১১ই অক্টোবর) শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দূর্গাপূজা। রঙে-রূপে প্রতিমা সাজিয়ে তোলার কাজ শেষ। মণ্ডপসজ্জাও সমাপ্তির পথে।
মাদারীপুরের পাঁচটি উপজেলায় এবার পূজা হচ্ছে ৪৫০টি মণ্ডপে। দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের। কাজ শেষে মণ্ডপে ও মন্দিরে প্রতিমা নেয়ার অপেক্ষা।
সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপনে প্রস্তুত আয়োজকরা। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সাতক্ষীরায় এবার ৫৮১টি মণ্ডপে দুর্গাপূজা হবে। মৃৎশিল্পীরা মনের মাধুরী মিশিয়ে শেষ করছেন প্রতিমার কাজ।
ফেনীতে গত বছর সীমিত পরিসরে দুর্গাপূজা হলেও এবার বিস্তুৃত আয়োজনেই হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। ১৩৯ টি মণ্ডপে হচ্ছে পূজা।
করোনার প্রকোপ কিছুটা কমলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই উৎসব উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। নড়াইলে উৎসাহ উদ্দীপনায় চলছে দুর্গা পূজার প্রস্তুতি। এ বছর বেড়েছে মণ্ডপের সংখ্যা। সাড়ে ৬শ মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন হয়েছে।
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। শাস্ত্রমতে এ বছর দেবী দুর্গা মর্তে আসছেন ঘোড়ায় আর বিদায় নেবেন দোলায় চড়ে।