ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেই ১.৬ মিলিয়ন ডলার

Arifuzman Arif
অক্টোবর ১০, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

কয়েকদিন পরেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগেই এ টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

রবিবার (১০ অক্টোবর) সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। রানার্সআপ দল ৮ লাখ ডলার বা ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা পাবে।

সেমিফাইনালে হারা দুই দল ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০ টাকা করে পাবে। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য ৫.৬ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। যেগুলো অংশগ্রহণ করা ১৬টি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এছাড়া টুর্নামেন্টের সুপার টুয়েলভ বা মূল পর্বের প্রতিটি ম্যাচে বিজয়ী দল একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবে। সংখ্যাটা ৪০ হাজার ডলার বা ৩৪ লাখ ২০ হাজার ৭৩৬ টাকা। বাছাই পর্বের জয়ী দলগুলোও একই পরিমাণ টাকা পাবে।

মূল পর্ব থেকে যেসব দল পড়বে তারাও পাবে ৭০ হাজার ডলার বা ৫৯ লাখ ৮৬ হাজার ২৮৮ টাকা। প্রথম রাউন্ড বা বাছাই পর্ব থেকে বাদ পরা দলগুলোও ৪০ হাজার ডলার করে পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।