চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব খুইয়েছেন হালিম শেখ (৫০) নামে এক গরু ব্যবসায়ী।
তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি-বেলেমাঠ গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।
চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি অফিসার ডা. মুহিবুল ইসলাম বলেন, রোববার বিকাল তিনটা ১০ মিনিটের দিকে এক ভ্যান চালকের তাঁকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। পরে তাঁর কাছে থাকা মুঠোফোনে কল দিলে জলি বেগম নামে একনারী তার দুলাভাই (বোনজামাই) বলে তাঁকে শনাক্ত করেন।
জলি বেগম বলেন, তার দুলাভাই গরু কেনাবেচার ব্যবসা করেন। রবিবার চৌগাছা-মহেশপুর রুটে চলাচলকারি একটি বাসে করে চৌগাছার গরু হাটে গিয়েছিলেন।
তিনি জানান তাঁর কাছে গরু কেনার টাকা ছিলো। পরিমান না বলতে পারলেও তিনি জানান গরুর দাম হিসেবে লক্ষাধিক টাকা তাঁর কাছে ছিলো
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।