ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ইসিতে এক-তৃতীয়াংশ নারী কমিশনার চায় ৬৭ সংগঠন

Arifuzman Arif
অক্টোবর ১০, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনে (ইসি) এক-তৃতীয়াংশ নারী কমিশনার চায় ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম- সামাজিক প্রতিরোধ কমিটি।

সংবিধানের আলোকে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিসহ একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দায়বদ্ধ ও জেন্ডার সংবেদনশীল নির্বাচন কমিশন গঠনের দাবি জানায় সংগঠনটি।

রোববার (১০ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।

সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ্য করছি যে, সার্চ কমিটি গঠন করে তাদের প্রস্তাবিত তালিকা থেকে নির্বাচন কমিশন পুর্নগঠন করা হবে- মর্মে আলোচনা হচ্ছে। এর আগেও দুইবার এইভাবে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক প্রতিরোধ কমিটি সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন বিষয়ক আইন প্রণয়ণের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের দাবি জানাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।