
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ১০ লাখ ডোজ কোভিশিল্ডের টিকা দেশে পৌঁছেছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় টিকাগুলো অবতরণ করে।
স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক টিকা আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১০ লাখ কোভিশিল্ডের টিকা সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এসে পৌঁছেছে।
এর আগে, ঢাকার ভারতীয় হাইকমিশন এক ক্ষুদে বার্তায় জানায়, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি করা বাণিজ্যিকভাবে এক মিলিয়ন কোভিশিল্ডের টিকা শনিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় আসবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।