ঢাকাশুক্রবার , ৮ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন ও জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

Arifuzman Arif
অক্টোবর ৮, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে ১২ দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সফরে লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা করাবেন রাষ্ট্রপতি।

আগামীকাল শনিবার (৯ অক্টোবর) সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা ত্যাগ করবেন। সফরে রাষ্ট্রপতি প্রথমে লন্ডনে যাবেন, এরপর সেখান থেকে যাবেন জার্মানিতে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আগামীকাল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

সফরে লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে।

‘১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপ্রধান দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে’ বলেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। এর আগে দশম জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি। ওই সময় থেকেই তিনি লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।