বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামে সরকারি অনুদানের এ চলচ্চিত্র নির্মাণ করছেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে মহরতের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শুক্রবার (৮ অক্টোবর) শুরু হয়েছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমার দৃশ্য ধারণ।
প্রথম ধাপে টুঙ্গিপাড়া একটানা তিন দিন শুটিং হবে। এরপর দ্বিতীয় ধাপে সৈয়দপুর হবে সিনেমাটির দৃশ্য ধারণ।
এই সিনেমায় উঠে আসবে বঙ্গবন্ধুর কৈশোর ও যৌবনের গল্প। আর এ দুটি সময় তুলে ধরতে সিনেমার বিভিন্ন চরিত্রে থাকছেন শহীদুল আলম সাচ্চু, লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, রহমত আলী, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, সৌম্য জ্যোতি প্রমুখ।
২০১৯-২০ অর্থবছরে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্যতম ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ পেয়েছে সর্বোচ্চ ৭০ লাখ টাকা। পরিচালনার পাশাপাশি এই সিনেমার প্রযোজনাও করছেন মুশফিকুর রহমান গুলজার।