
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এরইমধ্যে দল চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই দলে আসছে পরিবর্তন। এমনটাই জানিয়েছে বোর্ডের নির্ভরযোগ্য সূত্র ধরে স্থানীয় সংবাদ মাধ্যম।
পিসিবির ঐ সূত্র জানিয়েছে, ফখর জামানকে দলে আনা হয়েছে। এজন্য বাদ পড়ছেন শোয়েব মাকসুদ। সঙ্গে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দারুণ পারফর্ম করা শাহনাওয়াজ দাহানি ও হায়দার আলিকেও ডাকা হয়েছে দলে। পেসার মুহাম্মাদ হাসনাইনের দল থেকে বিদায় নিশ্চিত করেছে জিও নিউজ।
গুঞ্জন রয়েছে মোহাম্মদ হাফিজ ও সরফরাজ আহমেদও ফিরতে পারেন দলে। যে কারণে দল থেকে বাদ পড়তে পারেন আজম খান।
বিশ্বকাপ খেলতে আগামী ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।