
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের (বিসিবি) নির্বাচন সম্পন্ন হয়েছে বুধবার। বৃহস্পতিবার পরিচালনা পরিষদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন এমপি। টানা চতুর্থ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি।
বিসিবির পরিচালনা পরিষদ নতুন মেয়াদে অগ্রাধিকার ভিত্তিতে নিবে পূর্বাচলে বরাদ্দকৃত ৩৭ একর জায়গার উপর ৫০ হাজার আসন বিশিষ্ট শেখ হাসিনা স্টেডিয়াম। এই নির্মাণ কাজকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি বলেছেন তা-‘ আমাদের প্রথম কাজ হলো শেখ হাসিনা স্টেডিয়াম। এটা আমাদের যতদ্রুত সম্ভব চালু করতে হবে। কারণ আমরা যে আইসিসি ইভেন্টে আবেদন করেছি সেখানে আমাদের এ্ স্টেডিয়াম দেখানো আছে। এটা ছাড়া কিন্তু আমরা ওই টুর্নামেন্ট পাব না। তো এটা নাম্বার ওয়ান, টপ প্রায়োরিটি।’
বিসিবির বিদ্যমান গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনীর প্রয়োজন অনুভব করছেন তিনি-‘পরিচালকদের বলেছি সংবিধানে কোথায় কী পরিবর্তন আনা যায়, তা বলতে বলেছি। পরের বোর্ড মিটিংয়ে তারা পরিবর্তনের মতামত উপস্থাপন করবে। আমার প্রস্তাব হলো – ‘আমাদের এখানে এতগুলা ক্লাব পার্টিসিপেট করে, অথচ সব ক্লাবগুলোর ভোট নাই। এমন সব ভোটারের নাম দেখি ক্রিকেটের সাথে যাদের কোন সম্পর্কই নাই। এখানে একটা পরিবর্তন আসা দরকার। এটা একটা উদাহরণ দিলাম, এরকম আরো আছে।’