বেত্রাবতী ডেস্ক।।।শার্শায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটক আসামী হলেন,খুলনা খালিশপুর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন(৩০) বেনাপোল পোটথানাধীন কাগজপুকুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৪)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলেপাড়া বটতলার দক্ষিণ পাশে জাহিদুল ইসলামের জমির মধ্যে হতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।