
বেত্রাবতী ডেস্ক।।নড়াইলের লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান।
আজ (৭ অক্টোবর) সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৯ জন।
এরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম ও সদস্য লিপি খানম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী এবং যুবলীগ নেতা মো. মহাসীন উদ্দীন।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।
আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে লোহাগড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।