রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকার সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরইমধ্যে উদ্ধার করা বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বোম ডিসপোজাল ইউনিট।
বুধবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করে র্যাব। মর্টার শেল সদৃশ বস্তুটি নিরাপদ স্থানে নিয়েছে বোম ডিসপোজাল ইউনিট।
এ বিষয়ে দুপুরে মিরপুর-১ নম্বরের রাইনখোলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।