ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

চেন্নাইয়ের মাঠ থেকেই অবসর নিতে চান ধোনি

Arifuzman Arif
অক্টোবর ৬, ২০২১ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।আচমকায় জাতীয় দলকে গুডবাই বলেছিলেন। তাইতো মহেন্দ্র সিং ধোনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে না পারার আক্ষেপটা রয়ে গেছে ভক্তদের। তবে এবার তাদের সেটা পূরণের সুযোগ দিতে চান ভারতের সাবেক এ অধিনায়ক।

আগামী বছর ঘরের মাঠ চেন্নাইয়ে খেলে দর্শকদের সামনে থেকেই ক্রিকেট ছাড়ার ঘোষণা দিতে চান তিনি।

চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দ্বীপক চাহার, ইমরান তাহির ও শার্দুল ঠাকুরের সঙ্গে লাইভে এসে এমন ইচ্ছের কথা জানিয়েছেন ধোনি।

ওই লাইভে এক ভক্ত ধোনিকে জিজ্ঞেস করেন, কেন আন্তর্জাতিক ক্রিকেটকে ১৫ আগস্ট বিদায় জানিয়েছেন। ওই ভক্ত আক্ষেপ করেন তাকে ভালোভাবে বিদায় না জানাতে পারার। ওই দর্শকদের সামনে আনুষ্ঠানিক অবসরের ইচ্ছের কথা জানান ধোনি।

চাইলের এখনই ক্রিকেট ছাড়তে পারেন ধোনি। তবে তেমনটা করতে চান না তিনি। আগামী বছর চেন্নাইয়ের দর্শকদের সামনে থেকেই বলতে চান গুডবাই ক্রিকেট, ‘১৫ আগস্ট-এটার চেয়ে ভালো দিন আর হতে পারতো না।

আর বিদায় জানানোর ব্যাপারে এটাই বলতে পারি, সে সুযোগ আছে। আমি এখনো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলি। চাইলে এখনই বিদায় জানানো যেতে পারে। আশা করি আমরা চেন্নাইতে খেলব। আমার শেষ ম্যাচ সেখানেই হতে পারে। দর্শকদের সঙ্গেও দেখা হতে পারে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।