
বেত্রাবতী ডেস্ক।।আচমকায় জাতীয় দলকে গুডবাই বলেছিলেন। তাইতো মহেন্দ্র সিং ধোনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে না পারার আক্ষেপটা রয়ে গেছে ভক্তদের। তবে এবার তাদের সেটা পূরণের সুযোগ দিতে চান ভারতের সাবেক এ অধিনায়ক।
আগামী বছর ঘরের মাঠ চেন্নাইয়ে খেলে দর্শকদের সামনে থেকেই ক্রিকেট ছাড়ার ঘোষণা দিতে চান তিনি।
চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দ্বীপক চাহার, ইমরান তাহির ও শার্দুল ঠাকুরের সঙ্গে লাইভে এসে এমন ইচ্ছের কথা জানিয়েছেন ধোনি।
ওই লাইভে এক ভক্ত ধোনিকে জিজ্ঞেস করেন, কেন আন্তর্জাতিক ক্রিকেটকে ১৫ আগস্ট বিদায় জানিয়েছেন। ওই ভক্ত আক্ষেপ করেন তাকে ভালোভাবে বিদায় না জানাতে পারার। ওই দর্শকদের সামনে আনুষ্ঠানিক অবসরের ইচ্ছের কথা জানান ধোনি।
চাইলের এখনই ক্রিকেট ছাড়তে পারেন ধোনি। তবে তেমনটা করতে চান না তিনি। আগামী বছর চেন্নাইয়ের দর্শকদের সামনে থেকেই বলতে চান গুডবাই ক্রিকেট, ‘১৫ আগস্ট-এটার চেয়ে ভালো দিন আর হতে পারতো না।
আর বিদায় জানানোর ব্যাপারে এটাই বলতে পারি, সে সুযোগ আছে। আমি এখনো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলি। চাইলে এখনই বিদায় জানানো যেতে পারে। আশা করি আমরা চেন্নাইতে খেলব। আমার শেষ ম্যাচ সেখানেই হতে পারে। দর্শকদের সঙ্গেও দেখা হতে পারে।’