ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার থেকে মাদক, মানবপাচার রোধে প্রয়োজনে গুলি: পরারাষ্ট্রমন্ত্রী

Arifuzman Arif
অক্টোবর ৫, ২০২১ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মিয়ানমার সীমান্তে মাদক, অবৈধ অস্ত্র ও মানবপাচার রোধে প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালকে ভারত সরকারের উপহারের দুইটি আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে কখনো গুলি চালাব না। গতকাল আমার সঙ্গে স্বররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। আগামীতে আমরা গুলি চালাব। এই ধরনের অপকর্ম, মাদক চোরাচালান, মানবপাচার এগুলো বন্ধ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘ওখানকার সীমান্ত পরিস্থিতি নাজুক। তবে ইনশাল্লাহ আগামীতে এগুলো আসা সম্ভব হবে না। তবে স্বররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরো ভালো বলতে পারবেন। আমার এত তথ্য জানা নেই।’

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে এখন আর টিকার কোনো সঙ্কট নেই। আমরা টিকার লাইনআপ করে ফেলেছি। ভারত থেকেও আমাদের চুক্তির টিকা আসবে।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে প্রথম দিন থেকেই বার বার বলেছেন করোনার টিকা সব দেশের নাগরিকের অধিকার। এটা নিয়ে যাতে কোনো বৈষম্য না করা হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।