ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

‘১০০টি চ্যানেল দেখতে মাত্র ৩০০ টাকা লাগে, এভাবে চলবে না– তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Arifuzman Arif
অক্টোবর ৫, ২০২১ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

১০০টি চ্যানেল দেখতে মাত্র ৩০০ টাকা খরচ হয়, এভাবে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ১০দিন কানাডায় থেকে আসলাম, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি একজন সংসদ সদস্য, একজন প্রতিমন্ত্রী, তারচেয়ে বড় কথা আমি বাঙালি।

আমি কানাডার টরেন্টো, মন্ট্রিল, অটোয়া, ভ্যানকুভার কোথাও টাকা ছাড়া একটা নিউজও দেখতে পারলাম না। আর আমার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, বঙ্গবন্ধুর কন্যার বাংলাদেশে সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষ এসে ১০০টি চ্যানেল দেখতে পারবে মাত্র ৩০০ টাকা দিয়ে। এভাবে বাংলাদেশ চলবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি পরিবার, আমরা সবাই মিলে এই ক্লিন ফিড বাস্তবায়ন করব। বিদেশি বিজ্ঞাপন এবং বিদেশি সবকিছুই আমাদের নির্ধারিত মূল্য অনুযায়ী পরিচালনা করতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।