
বেত্রাবতী ডেস্ক।।শার্শায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ অক্টোবর) বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় গ্রামের কুটি মিয়ার ছেলে ওমর আলী (৪০)ও শার্শা থানাধীন মান্দার তলা গ্রামের ফারুক (৩০)জুলফিকার (৩২)ও রফিকুল (৩০)
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।