
দীর্ঘ ১৮ মাস পর অবশেষে আগামী ৯ অক্টোবর খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল। পাশাপাশি ২০ অক্টোবর থেকে সশরীরে শুরু হবে ক্লাস।
সোমবার (৪ অক্টোবর) রাতে এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিন্ডিকেট শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উপার্চায বলনে, আমরা ৯ অক্টোবর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে ওঠাব। শুধু আবাসিক কার্ডধারী ও কমপক্ষে এক ডোজ টিকা নেয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকছে না। পরস্থিতি ববিচেনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাও চালু করা হবে।
এর আগে সকাল ১১টায় আবাসিক হলগুলো খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১তম (জরুরি) সভা হয়। সভা শেষে উপাচার্য আবাসিক হল পরিদর্শন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।