ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ইতালির দ্বীপে নেমেছে শত শত অভিবাসী

Arifuzman Arif
অক্টোবর ৫, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

লিবিয়া ও তিউনিসিয়া থেকে পালিয়ে যাওয়ার পর শত শত অভিবাসী রোববার ভূমধ্যসাগরের ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নেমেছে।

কমপক্ষে ১৮টি ছোট জাহাজ যা মোট ৬০০ এরও বেশি লোক বহন করে সিসিলির দক্ষিণে ছোট্ট দ্বীপে এসেছিল।

এছাড়াও, শনিবার ইতালীয় সরবরাহ জাহাজ অ্যাসো ভেন্টিনোভ দ্বারা উদ্ধার হওয়া অভিবাসীদেরও ল্যাম্পেডুসায় নিয়ে যাওয়া হয়েছিল।

দ্বীপের শিবিরটি জনাকীর্ণ বলে জানা গেছে এবং কমপক্ষে ২৫০ জনকে অন্যান্য ইতালীয় অঞ্চলে স্থানান্তরিত করা হচ্ছে। যারা তিউনিসিয়া থেকে পারাপার হয় তারা সাধারণত ছোট ছোট নৌকায় ছোট ছোট দলে ভ্রমণ করে।

লিবিয়া থেকে পালিয়ে আসা এসব অভিবাসী এবং শরণার্থীরা নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চাঁদাবাজি, অপব্যবহার, নির্যাতন, আটক এবং মৃত্যুর মুখোমুখি হয়।

এশিয়া আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পোল্যান্ড, লিবিয়া, ইতালি, গ্রিস এই সমস্যা ভয়াবহতা বুঝতে পারছে। তারা অভিবাসী সমস্যা সমধানের জোর চেষ্টা করছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির দক্ষিণ উপকূলে প্রতিবছর হাজার হাজার অবৈধ অভিবাসীর প্রবেশ চলছে যুগ যুগ ধরে। যুদ্ধ, নির্যাতন ও ক্ষুধায় পালিয়ে  আশ্রয় নিচ্ছে শিশু,নারী ও পুরুষরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।