২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের অংশ হিসেবে চলতি মাসে তিনটি ম্যাচ খেলতে নামবে ল্যাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দেশের হয়ে খেলতে নিজ নিজ ক্লাব ছেড়ে আসা শুরু করেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। এই তিনটি ম্যাচের জন্য ঘোষিত ৩০ সদস্যের স্কোয়াডের প্রায় সবাই যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে।
জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন স্কোয়াডের ২৭ জন ফুটবলার। তবে এখনও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আর্জেন্টিনায় ফিরতে পারেননি লিওনেল মেসি ও তার ক্লাব পিএসজির দুই সতীর্থ।
রবিবার বিকেলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিল পিএসজি। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যার মধ্যেই আর্জেন্টিনায় পৌছে যাওয়ার মেসি-ডি মারিয়া-প্যারেদেসদের।
মঙ্গলবার দ্বিতীয় দিনের অনুশীলনে মেসি-ডি মারিয়াদের পাওয়ার আশা করছেন আর্জেন্টিনা কোচ স্কোলানি।
একনজরে আর্জেন্টিনার তিন ম্যাচের সূচি
প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা,
৮ অক্টোবর, সকাল ৬টা।
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
১১ অক্টোবর, সকাল সাড়ে ৫টা
আর্জেন্টিনা -পেরু
১৫ অক্টোবর, সকাল সাড়ে ৫টা