আটকের পর অবশেষে মাদক মামলায় গ্রেপ্তার হলেন বলিউড বাদশা শাহরুখপুত্র আরিয়ান খান।
শনিবার (২ অক্টোবর) নাটকীয় কায়দায় এক বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা।
বিলাসবহুল ক্রুজ কর্ডেলিয়াতে মাদক সেবন হবে এমন একটা খবর আগেই পেয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিকরা। তারা যাত্রী সেজে উঠে পড়েন ওই ক্রুজে। যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনভাবেই শুরু হয় উত্তাল মাদক সেবন।
অনেকেই প্রায় বেহুঁশ হয়ে পড়ে বলে খবর। সেখান থেকে শাহরুখ পুত্র আরিয়ান, তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টসহ মোট ৮ জনকে আটক করে এনসিবি।
অবশেষে রোববার (৩ অক্টোবর) আরিয়ান খানকে আটক করে জিজ্ঞাসাবাদের কথা মেনে নেয় এনসিবি।
বেলা যত গড়িয়েছে ততই মাদক মামলায় শাহরুখ পুত্রের নাম জড়ানো নিয়ে চাঞ্চল্য বেড়েছে। শেষমেষ বিকাল ৪টায় নাগাদ আরিয়ান খানকে গ্রেপ্তারের কথা জানায় এনসিবি।
কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, দুপুর ২টা নাগাদ গ্রেপ্তার করা হয়েছে শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলেকে। এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেপ্তার করা হয়েছে আরিয়ান খানকে।