ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি অঞ্চলে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে।
রোববার মিলান শহরের উপকণ্ঠে একটি ফাঁকা অফিস ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ায় বিমানের ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেস অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে বলেছে, বিমানটির পাইলট এবং অন্য পাঁচ আরোহীর সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।
তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সেসময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।
স্কাই টিজি২৪ বলছে, বিমানটি মিলানের লিনেট বিমানবন্দর এবং ইতালির সার্ডিনিয়া দ্বীপের মধ্যে চলাচল করছিল। অগ্নিনির্বাপক কর্মীরা ভস্মীভূত ভবনের আগুন নিভিয়ে ফেলেছেন। সূত্র: এপি