ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্টোরেলের ইঞ্জিনসহ ৮ টি কোচ

Arifuzman Arif
অক্টোবর ২, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদ রানা,মোংলা।।মেট্রোরেলের ৮ টি কোচ ও ৪ টি ইঞ্জিন এসে পৌঁছেছে মোংলা বন্দরের জেটিতে। আজ দুপুর সাড়ে ১১ টার দিকে বন্দরের ৯ নং জেটিতে নঙ্গর করে বিদেশী জাহাজ এমভি এস পি এম ব্যাংকক।

গত দুই সপ্তাহ আগে জাপানের কোবে বন্দর থেকে এ ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজটি শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মোংলা বন্দরের জেটিতে এসে পৌছায়।কাস্টমস ও শিপিং এজেন্টের প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্নের পর দুপুর সাড়ে ১২ টার দিকে শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। নৌপরিবহন (বার্জ) যোগে নৌপথে মেট্রোরেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপিং কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান বলেন, ৫ম দফায় জাপানের কোবে বন্দর থেকে এমভি এসপিএম ব্যাংকক জাহাজে শনিবার ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।

প্রথম গত ৩১ মার্চ এমভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রোরেলের ৬টি কোচ নিয়ে মোংলা বন্দরে আসে। এর পর থেকে পর্যায়ক্রমে ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে। গত ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি, ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে ২টি ইঞ্জিন ও১০টি বগি, ১২ সেপ্টেম্বর ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়ে। আজ শনিবার এমভি এসপিএম ব্যাংকক জাহাজে করে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ মোট ১২ সেট মেট্টোরেলের যন্ত্রাংশ নিয়ে আসা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।