
পর্যায়ক্রমে দেশের শতভাগ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
শনিবার (২ অক্টোবর) রাজধানীর সোবহানবাগে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক সেমিনারে এ কথা জানান তিনি।
‘বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর ওপর কোভিড-১৯ এর প্রভাব ও করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন তা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল।
আজকে করোনার সময় বোঝা গেছে ডিজিটাল বাংলাদেশ যদি করা না হতো তাহলে বাংলাদেশ স্তব্ধ হয়ে বসে থাকতো। আজ সব কাজকর্ম আমরা অনলাইনে চালাতে পারছি।
প্রবীণদের জন্য সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, সারাদেশের সরকারি শিশু পরিবারে প্রবীণদের জন্য সীমিত আকারে শান্তি নিবাসের ব্যবস্থা করা হয়েছে। দেশের আট বিভাগে সরকারি শিশু পরিবারে প্রবীণ নিবাস স্থাপনের কাজ চলমান।
২০২০-২১ অর্থবছরে ১১২টি উপজেলায় শতভাগ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, চলতি অর্থবছর আরও ১৫০টি উপজেলার শতভাগ বয়স্ককে ভাতার আওতায় আনা হবে। ভাতা কার্যক্রমের পাশাপাশি প্রবীণদের চিকিৎসায় সহায়তার জন্য দেশে ডায়াবেটিস হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল ও হার্ট ফাউন্ডেশন স্থাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করছে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দীন আহমেদ, মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।