অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে রাশিয়া।
দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, ত্রিদেশীয় জোটের এই চুক্তির ফলে বিশ্বব্যাপী পরমাণু অপসারণের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে।
এটি পরমাণু অপসারণ ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী।
গত মাসে অকাস বা এইউকেইউএস নামের বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এর পরই ফ্রান্সের সাথে করা সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া।
এতে চরম ক্ষুব্ধ হয় ফ্রান্স। যুক্তরাজ্যের সাথে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকও বাতিল করে দেশটি। এমনকি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠায়।
এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। বর্তমান বিশ্বে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত এবং চীন এই ছয় দেশের কাছে পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে। অকাস চুক্তির আওতায় আরো থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা। চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়তে থাকায় উদ্বিগ্ন চুক্তি স্বাক্ষরকারী দেশ তিনটি। মূলত চীনকে প্রতিরোধ করতে এমন জোট গঠন করেছে এই তিন দেশ।