ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে গভীর রাতে ইজিবাইক চুরি 

Arifuzman Arif
অক্টোবর ২, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি গ্রামে। রাতের বেলায় বসতঘরের সামনে আয় রোজগারের একমাত্র সম্বল ব্যাটারি চালিত ইজিবাইক রেখে ঘুমিয়ে ছিলেন আলী হাসান নামে এক যুবক। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ইজিবাইকটি দুর্বৃত্তরা নিয়ে গেছেন।

সমিতির টাকা দিয়ে কেনা ইজিবাইকটি চুরি হয়ে যাওয়ায় একপ্রকার পাগলপ্রায় হয়ে গেছেন তিনি। ঘুরছেন পথে পথে।

ঘটনা উল্লেখ করে শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর আগে ৪টি সমিতি থেকে সংসারে সচ্ছলতা ফেরাতে ইজিবাইক কেনেন উপজেলার সাতাইশ কাটি গ্রামের মৃত কেসমত মোড়লের ছেলে আলী হাসান । ইজিবাইকটি তিনি নিজেই ভাড়ায় চালাতেন।

গত বুধবার রাতে বসত ঘরের উঠানে ইজিবাইক রেখে তিনি এবং পরিবারের সদস্যরা ঘুমাতে যান।

বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখেন উঠানে তার ইজিবাইকটি নেই। ওই সময় আলী হাসানের স্ত্রী ঘরের দরজা খুলতে গেলে দেখেন বাইরে থেকে দরজার সিটকিনি দেওয়া। তাদের ডাকাডাকিতে প্রতিবেশিরা এগিয়ে এসে দরজা খুলে দেন।

আলী হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, সমিতির টাকা দিয়ে ইজিবাইকটি কিনেছিলাম। ইজিবাইক ভাড়ায় চালিয়ে আমার সংসার চলতো। এখনও কিস্তির টাকাও শোধ করতে পারি নাই। ঘরে স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। বসতভিটা ছাড়া জমি জায়গাও নেই। ইজিবাইকটি চুরি হয়ে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো। চুরি হওয়া ইজিবাইকটির খোঁজে এখন পথে পথে ঘুরছি।

এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন, ইজিবাইক চুরির ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।