
আতাউর রহমান।। কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজের কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক গ্যাং সন্ত্রাস-জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে মতবিনিময় সভা করেছেন কলারোয়া থানা পুলিশ।
আজ শনিবার( ২ অক্টোবর ) সকাল ১১টার দিকে এ মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, চন্দনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডালিম হোসেন, এস আই ইসমাইল হোসেন, প্রভাষক হরষিত রায়,আব্দুল গফুর,হুমায়ুন কবির,ইউপি সদস্য ডাবলু হোসেন, যুবলীগ নেতা হিমেল, সজিব গোলাম রসুল, রনি প্রমুখ।
এসময় বক্তারা মাদক গ্যাং সন্ত্রাস-জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিষয়ে বিভিন্ন কুফল ও নেতিবাচক দিক গুলি তুলে ধরেন।
এ প্রসঙ্গে অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির বলেন, অপরাধীকে খোঁজার চেয়ে অপরাধ যাতে না হয় সে দিকেই বেশী কাজ করছি।পৃথিবীর প্রতিটি মানুষই কিছু মানবাধিকার নিয়ে জন্মগ্রহণ করেন। আলো, বাতাস, পানি, জীবনযাপনের অধিকার ইত্যাদি। এ ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কোন ভেদাভেদ নেই। কালের পরিক্রমায় সমাজে ইভটিজিং নামের অভিশাপের আবির্ভাব হয়। ফলে নারী নিজেদের সংকীর্ণ, অনিরাপদ ও কৃত্রিম বেড়াজালে আবদ্ধ মনে করেন ও ভীতি সৃষ্টি হয়। সেই সৃষ্টি যাহাতে না হয় সেবিষয়ে আমরা নজর দিচ্ছি।
বিশেষ করে ছাত্রদের বিভিন্ন স্টাইলে হেয়ার কাটিং বিষয়ে আলোচনা করা হয়।