ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

দেশে ৫ কোটি টিকা দেয়া সম্পন্ন

Arifuzman Arif
অক্টোবর ১, ২০২১ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন। আর দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৭ লাখ ৭১ হাজার ২৫৯ ডোজ টিকা। আর পুরো সেপ্টেম্বরে দেয়া হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৪৪ ডোজ।

এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৩৩ হাজার ৮৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১২ হাজার ৪১২ জনকে। পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ৭১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১৮৩ জনকে।

এছাড়া, সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬৪ হাজার ৩৫২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮ হাজার ৯৭০ জন। মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ৭৮৩ জন এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮৩ হাজার ৭৩৫ জনকে। এছাড়া, এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।