
বিল্লাল হুসাইন।।যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর মাঠপাড়া ও কৃর্তিপুর হঠাৎপাড়া গ্রামে পৃথক ভাবে দুটি অনুষ্ঠানের চলমান প্রক্রিয়ার অংশে আলোচ্য বিষয় ছিলো, জন্মনিবন্ধন বিষক সচেতনতামুলক আলোচনা, মহিলাদের পিরিয়ডকালীন সময়ের জন্য হাউজিন কিটস বিতরণ, গাছের চারা বিতরণ করা হয়েছে।
যশোর জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠিত উঠান বৈঠকে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাল্য বিবাহের স্বীকার লামিয়া, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।