ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

চীনের প্রেসিডেন্টকে শেখ হাসিনার শুভেচ্ছা

Arifuzman Arif
অক্টোবর ১, ২০২১ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক চিঠিতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে চীন সরকার ও সেদেশের জনগণকে আন্তরিক উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার (১ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাজার বছরেরও আগে আমাদের দুই অঞ্চলের জনগোষ্ঠী যোগাযোগ স্থাপন করেছিল। সেই যোগাযোগ আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল।

চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অংশীদার।

শেখ হাসিনা তাঁর চিঠিতে ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। সেই সময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের স্তরে উন্নীত করতে সম্মত হন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী চীন সফরের কথাও উল্লেখ করেন।

বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতা আগামী দিনে আরো  শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

আজ ১ অক্টোবর ৭২তম জাতীয় দিবস পালন করছে চীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।