
বেত্রাবতী ডেস্ক।।যশোরে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অভিযান পরিচালনা করে ৭৫পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,বুধবার (২৯সেপ্টেম্বর) ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই ইমদাদুল হক, এএসআই রঞ্জন বসু’র সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সন্ধা ৬টা ২০মিনিটে কোতোয়ালি মডেল থানার মুজিব সড়ক এলাক হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) ছন্দা @ সন্ধ্যা @ বৃষ্টি (৩২), স্বামী-শহীদুল ইসলাম হিরা, সাং-শংকরপুর, (২) মাসুদ রানা (৪৭), পিতা- নূর ইসলাম, সাং- মন্ডলগাতী, (৩) নাইমুর ইসলাম নাইম (৩২), পিতা- সিরাজুল ইসলাম, সাং- ষষ্ঠীতলা, সর্বসাং- কোতোয়ালী, জেলা-যশোরদের ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২২,৫০০/= (বাইশ হাজার পাঁচশত) টাকা।
গ্রেফতারকৃত আসামী ছন্দা @ সন্ধ্যা @ বৃষ্টির বিরুদ্ধে ইতোপূর্বে ৪ টি মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।