ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।।যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর  ১২ টায় বেনাপোলের সাদিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে প্রাচীন ঐতিহ্য বাহী ১৬ দলের বিশাল হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর ও রঘুনাথপুর দলের ফাইনাল খেলায় ৩-০ এর ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় রঘুনাথপুর একাদশ।

খেলায় প্রথম পুরস্কার ছিল গরু ও দ্বিতীয় পুরস্কার একটি ছাগল।

বেনাপোল পৌরসভার সাদিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশাল হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

হা-ডু-ডু খেলায় বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।