নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিং পাওয়া হয়নি তামিম ইকবালের। তৃতীয় ম্যাচে এসে অবশেষে পেলেন, কিন্তু হাসলো না বাঁহাতি এই ওপেনারের ব্যাট।
যদিও তামিমের দল জিতেছে ঠিকই। কীর্তিপুরে আজ বিরাটনগর ওয়ারিয়র্সকে ৬ উইকেট আর ২৭ বল হাতে রেখে হারিয়েছে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স।
টস হেরে ব্যাট করতে নেম ৮৯ রানেই গুটিয়ে যায় দিলশান মুনাবিরা, সিকান্দার রাজাদের নিয়ে গড়া দল বিরাটনগর। ধাম্মিকা প্রসাদ মাত্র ৬ রান খরচায় নেন ৩টি উইকেট।
জবাবে ওপেনিংয়ে নেমে ১৩ বলে ১২ রান করে আউট হয়ে যান তামিম। গিরির বলে মহারাজকে ক্যাচ দেওয়ার আগে ছোট ইনিংসে একটি করে চা-ছক্কা হাঁকান টাইগার ওপেনার।
পরে দায়িত্ব নিয়ে ভৈরাওয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। ৩৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। থারাঙ্গার ধীরগতির ইনিংসটাই বুঝিয়ে দিচ্ছে, পিচটা আসলে টি-টোয়েন্টির তেমন উপযোগী ছিল না।