ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার নাভারণ ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক কে ২০ দিন পর উদ্ধার করলো পিবিআই পুলিশ

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।শার্শার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি হওয়া নবজাতক কন্যা ২০ দিন পর উদ্ধার করেছে পিবিআই পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমা খাতুন নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শার্শার নাভারণ ক্লিনিক থেকে ৯ সেপ্টেম্বর দুপুরে একদিনের নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মামলা হয়।

ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত করে। একপর্যায়ে পিবিআই জানতে পারে যে, ঝিকরগাছার বাঁকড়াএলাকার একটি বাড়িতে চুরি হওয়া ওই নবজাতকটি রয়েছে।

এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নাসিমার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে। এ সময় নাসিমাকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

নবজাতক চুরির সাথে জড়িত মূল আসামি এখনো আটক হয়নি। মূল আসামি আটকের পর বিস্তারিত জানা যাবে।

উদ্ধারকৃত নবজাতককে আদালতের মাধ্যমে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।