ফৌজদারহাটে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি লাইন বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে এসেছি। এখনো বিস্তারিত কিছুই জানি না। সবকিছু জেনে আপনাদের জানাবো।
তিনি আরো বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যেহেতু এটা ডাবল লাইন সেহেতু অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডাউন লাইনে পণ্যবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।