ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে রাজপদবী ত্যাগ করছেন রাজকন্যা!

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৫:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজকন্যার পদবী ত্যাগ করে নিজের প্রেমিক এক সাধারণ নাগরিককে বিয়ে করতে চলেছেন জাপানের প্রিন্সেস মাকো।

শুধু তাই নয়, রাজপরিবার থেকে বের হয়ে এলে যে এককালীন অর্থ দেয়ার নিয়ম রয়েছে, সেই অর্থ গ্রহণেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ বছরের অক্টোবরে তারা বিয়ের ঘোষণা দিতে পারেন।

এর আগে ২০১৭ সালে সহপাঠী কেই কোমুরোর সাথে বাগদানের কথা ঘোষণা করেন প্রিন্সেস মাকো।

তবে, তার এক বছর পর তিনি গণমাধ্যমকে জানান, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে আরও সময় লাগবে বিধায় শীঘ্রই বিয়ে করছেন না তারা।

তবে গণমাধ্যম জানিয়েছিল, কেইয়ের মায়ের আর্থিক জটিলতার কারণে বিয়ের আয়োজন পেছানো হয়েছে। যদিও এ দাবি অস্বীকার করে দেয় রাজপরিবার। প্রিন্সেস মাকো জাপানের সাবেক সম্রাট আকিহিতোর নাতনি এবং বর্তমান ক্রাউন প্রিন্স আকিশিনোর মেয়ে।

জাপানের কয়েকশ’ বছরের পুরনো রাজকীয় রীতি অনুযায়ী, রাজকীয় মর্যাদাহীন কাউকে বিয়ে করলে রাজপরিবারের সেই সদস্যকেও তার পদবী হারাতে হবে।

সেক্ষেত্রে প্রায় দেড়শ মিলিয়ন ইয়েন বা প্রায় ১২ লাখ ডলারের এককালীন অর্থ পাবেন তিনি। তবে, সেই টাকা গ্রহণেও অস্বীকৃতি জানিয়েছেন মাকো।

পাত্র কোমুরো এখন যুক্তরাষ্ট্রে আইন নিয়ে পড়াশোনা করছেন। বিয়ের পর প্রিন্সেসও সেখানেই স্থায়ীভাবে বসবাস করবেন। রাজকন্যার এই সিদ্ধান্তের প্রশংসা করছেন জাপানের তরুণ প্রজন্ম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।