ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর বিকল্প তিনি নিজেই : তথ্যমন্ত্রী

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। দেশ আজ তার নেতৃত্বে বদলে গেছে। স্বল্পোন্নত দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। গত ১২ বছরে দারিদ্র্য অর্ধেকে নেমে এসেছে।

আজকের বাংলাদেশ পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র- এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি: উন্নয়নের নেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, চলমান করোনাকালেও প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছেন। অনেক শঙ্কা-আশঙ্কার কথা শোনা যাচ্ছিল করোনার শুরুতে। অথচ, শেখ হাসিনা ও তার সরকার জনগণের পাশে ছিল বলেই করোনার মধ্যে দেশের একজনও না খেয়ে মরেনি।

করোনা মোকাবিলায় অনেক প্রতিকূলতা থাকার পরও টিকা দিয়ে তা অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সরকার, যা পৃথিবীব্যাপী প্রশংসিত হয়েছে।

হাছান মাহমুদ বলেন, শুধু অর্থনীতিতেই নয়, সব ক্ষেত্রে আজ আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি- অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচকসহ সব সূচকেই।

সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচকে আমরা ভারতকেও অতিক্রম করেছি। করোনার মধ্যেও আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে।

আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।