প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।
সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সং তাও স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই শুভেচ্ছাবার্তা পাঠানো হয়।
আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এই তথ্য জানিয়েছেন।
চিঠিতে জন্মদিন উপলক্ষে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছাবার্তা জানানো হয়। এতে বাংলাদেশকে চীনের বিশ্বস্ত ও বন্ধুত্বসুলভ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির শততম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিডিওবার্তা পাঠানোর উচ্ছ্বসিত প্রশংসা করা হয়।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা’র জ্যেষ্ঠ সন্তান।